নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ফায়ার সার্ভিসের চলন্ত গাড়িতে স্ট্রোক করে চালক নিহত হয়েছেন। এসময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, প্রাইভেটকার ও বাসে ধাক্কা দিলে আরও একজন নিহত হন।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীরের পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম–পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, ইরানি, নাজমা, সারা বেগম, আমজাদ, রোকন, সিরাজুল, রেশমা বেগম।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, ‘গাড়ি চালানোর সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করে মারা গেলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও প্রাইভেটকারসহ একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। এসময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই যাত্রী মারা যান। এই ঘটনায় আরও অন্তত ৫ থেকে ৭ জন আহত হয়ে খানপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।‘
আফ/দীপ্ত নিউজ