নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ সমর্থনে আগুন দেওয়ার প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি টায়ার ও চার বোতল পেট্রোল জব্দ করা হয়।
সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মদনপুর–আড়াইহাজার সড়কের লস্করদী–মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ৷ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।
স্থানীয়রা জানান, সকালে লস্করদী–মারুয়াদী এলাকায় অবরোধের পক্ষে বিএনপি কেন্দ্রীয় সহ–অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমানের অনুসারী ৪–৫ জন কর্মী আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আড়াইহাজার থানা পুলিশের এসআই রফিকের নেতৃত্বে তাদের দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, আগুন দেওয়ার সময় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/দীপ্ত নিউজ