আগুনে ঝলসে গেছে মাশকুরা আক্তার মুমু নামের ফেনী ন্যাশনাল কলেজের একাদশ শ্রেনীর এক শিক্ষার্থী। চিকিৎসক জানিয়েছেন আগুনে তার ৫০ শতাংশ শরীর দ্বগ্ধ হয়ে যায়। মুমু লক্ষীয়ারা ফাজিল মাদরাসার অফিস সহকারি আবদুল মালেকের মেয়ে। ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের গেইটে আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফেনী সদর উপজেলার লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের সামনে মাশকুরা আক্তার মুমু নামের ন্যাশনাল কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী আগুনে ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশ জানায়, বিষয়টা জানামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছে, রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। বিস্তারিত জানার পর গণমাধ্যমে জানানো হবে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুর রহমান জানান, আগুনে শিক্ষার্থীর ৫০ শতাংশ শরীর পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
আবদুল্লাহ মামুন / আল/ দীপ্ত সংবাদ