বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ি সংলগ্ন টেপারবিল এলাকায় গহীন বনে আগুন লেগেছে।
শনিবার (২২ মার্চ) সকালে লাগা এ আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। এমন পরিস্থিতে আগুন নিয়ন্ত্রনে বাগেরহাট মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া উপজেলা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এরই মধ্যে বনরক্ষীরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোন উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানান, সুন্দরবনে আগুন লাগার সংবাদ পেয়ে বনবিভাগ ও ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট কাজ করছে। রাত হয়ে যাওয়ায় আজকের মত কাজ বন্ধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সুন্দরবনের কি পরিমাণ ক্ষয়–ক্ষতি হয়ে তা জানাতে পারেননি তিনি।
মামুন/আল