রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে। সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে জানান মফিদুল হক।