বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল। হোবার্টে তাদের প্রতিপক্ষ, “এ” গ্রুপের রানার্সআপ নেদারল্যান্ডস। প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে, সব ম্যাচেই সমান সতর্ক হয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।
হোবার্টে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাওয়ায়, শনিবার অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। বেলেরিভ ওভালে দলের কারোরই খেলার অভিজ্ঞতা নেই। তাই ম্যাচের আগের দিন সকাল সকাল উইকেট দেখতে গিয়েছিলেন কোচ আর টিম ম্যানেজমেন্টের সদস্যরা। পরে সাকিব-লিটন-সৌম্যরা ঝালিয়ে নেন নিজেদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ৩৩ ম্যাচ খেলে, মাত্র ৭ বার জিতেছে বাংলাদেশ। ২০০৭-এ ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া, বলার মত কোনো সাফল্য নেই। তারপরও অধিনায়ক জানালেন, প্রস্তুতি নিয়ে তারা সন্তুষ্ট। এবারের আসরে স্থাপন করতে চান নতুন দৃষ্টান্ত।
ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা নয়, প্রথম পর্ব পার কোরে বাংলাদেশের গ্রুপে এসেছে নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাওয়ায়, টাইগার শিবিরে স্বস্তি জেগেছে, এমন গুঞ্জনকে উড়িয়ে দিলেন অধিনায়ক।
হোবার্টে সোমবারও বৃষ্টির পূর্বাভাস আছে। তবে তা হতে পারে বাংলাদেশের ম্যাচের পর। তাই আপাতত পয়েন্ট ভাগাভাগির দুশ্চিন্তা কম।