ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনাল শুরু হচ্ছে আগামীকাল। প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে স্পেন। পরদিন দ্বিতীয় সেমিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল হবে ২০ আগস্ট।
ফিফা নারী বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে টিকে আছে চারটি দল। দুই দিন বিরতির পর ১৫ তারিখে সুইডেনের মুখোমুখি হবে প্রথমবার সেমিতে ওঠা স্পেন।
শুক্রবার ইডেন পার্কে জাপানকে ২–১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে সুইডেন। এদিকে, নাটকীয়তায় ভরা প্রথম কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে স্প্যানিশরা।
১৬ তারিখে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার ফ্রান্স–অস্ট্রেলিয়া ম্যাচের ফল ১২০ মিনিটেও না আসায়, গড়ায় টাইব্রেকারে। এতেও ছিল রোমাঞ্চ, টাইব্রেকারে দশম শটে গিয়ে হয় সেমির ফয়সালা। স্বাগতিকরা ৭–৬ গোলে হারায় শক্তিশালী ফ্রান্সকে। অপর ম্যাচে কলম্বিয়াকে ২–১ গোলে হারিয়ে সেমিতে ওঠে ইংল্যান্ড।
সেমিতে জয়ী দুদল আগামী ২০ আগস্ট লড়বে বিশ্বসেরার মুকুট অর্জনের লক্ষ্যে।
আল/ দীপ্ত সংবাদ