সিডনিতে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে, কাল সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর অনেকটাই চাপমুক্ত সাকিব, আফিফ, তাসকিনরা।
নেদারল্যান্ডসকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ধুকতে থাকা দলটি, চাপ থেকে বের হতে পারায়, স্বস্তি প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে, এই জয় দলকে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন তারা।
সুপার টুয়েলভের সবচেয়ে দুর্বল বোলিংয়ের বিপক্ষেও ব্যাটারদের অসহায়ত্ব, অস্বস্তিও বাড়াছে ক্রিকেট মহলে। তাদের মতে, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডিদের বিপক্ষে মাঠে নামতে, বিশেষভাবে ছক সাজাতে হবে সাকিবদের।
তবে বেশ কিছু মন্দের মাঝে সন্তুষ্টি ছিল দলের বোলিং আর ফিল্ডিংয়ে। অন্যান্য ঘাটতি কাটিয়ে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেকটি শুভ দিনের সাক্ষী হবার প্রত্যাশাতেই আগামিকাল বাংলাদেশ সময় সকাল ৯টায়, পর্দার সামনে অপেক্ষায় থাকবে পুরো দেশ।