আগামীকাল ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড। সোমবার (৩ এপ্রিল) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হচ্ছে তারা।
মঙ্গলবার (৪ এপ্রিল) দেশটি আনুষ্ঠানিকভাবে এ সামরিক জোটে যোগ দেবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আমরা ফিনল্যান্ডকে ৩১তম সদস্য হিসেবে স্বাগত জানাব।’
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর গত মে মাসে ফিনল্যান্ড এবং প্রতিবেশী সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোয় যোগ দেয়ার আবেদন করে।
তবে ন্যাটোয় যোগ দেয়ার আবেদনের পর তুরস্ক ও হাঙ্গেরির বিরোধিতায় এ প্রক্রিয়া আটকে যায়। ন্যাটো জোটে নতুন কোনো দেশকে সদস্য হিসেবে নিতে হলে জোটের ৩০টি সদস্য দেশকে একমত হতে হবে। প্রতিটি সদস্য দেশের অনুমোদন প্রয়োজন হবে।
তবে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) তুরস্কের পার্লামেন্ট বিষয়টির অনুমোদন দেয়া হয়। এ অনুমোদনের ফলে ইউক্রেনে যুদ্ধের মাঝেই রাশিয়ার নিকটতম প্রতিবেশী দেশের ন্যাটো সদস্যপদ পেতে পথের বাধা উঠে গেল।
বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে উপস্থিত আইনপ্রণেতাদের মধ্যে ২৭৬ জন ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর মাত্র একদিন আগে, ন্যাটোর সদস্য দেশ হাঙ্গেরির পার্লামেন্টেও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টির প্রস্তাব পাস হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চলতি মাসের শুরুতে বলেছিলেন, আঙ্কারা ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে এমন গোষ্ঠীর ওপর ক্র্যাকডাউন চালানো এবং প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি খুলে দেয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নেয়ার পরই কেবল ফিনল্যান্ড তার দেশের সমর্থন পাবে।
এফএম/দীপ্ত সংবাদ