ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে দাবি করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ফ্রান্স সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি। তবে হামাসকে গাজা ছেড়ে যাওয়া এবং সকল ইসরায়েলি বন্দিকে মুক্তির শর্ত জুড়ে দিয়েছেন সার।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গিদিওন সার বলেন, ‘যুদ্ধ বন্ধের উপায় খুবই সহজ। আমাদের জিম্মিদের ফেরত দিতে হবে এবং হামাসকে গাজা থেকে বেরিয়ে যেতে হবে।‘
তিনি আরও জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় যুদ্ধবিরতি বাড়ানোর জন্য এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তবে ইসরাইলের দাবি, এটি হবে যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধি।
ইসরাইল ও হামাসের মধ্যে জানুয়ারিতে স্বাক্ষরিত তিন–পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে প্রতি সপ্তাহে কিছু বন্দিকে মুক্তি দেয়া হবে। এরপর স্থায়ী যুদ্ধবিরতি, বাকি বন্দিদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু এখন ইসরাইল নতুন শর্ত জুড়ে দিয়েছে। তারা বলছে, ইসরাইলি সকল বন্দিকে মুক্তি দিতে হবে, হামাসকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে।
এদিকে যুদ্ধবিরতির আগের শর্তে পরিবর্তন এনে নতুন দাবি যোগ করায় ইতোমধ্যেই ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ফলে চুক্তির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ না করেই ইসরাইল আবারও গাজার বিভিন্ন স্থানে বোমাবর্ষণ শুরু করেছে এবং সামরিক অভিযান বাড়িয়েছে।