ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে আখাউড়া ও স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তবে বাংলাদেশ ও ভারত উভয় দেশের বৈধ পাসপোর্টধারী নাগরিকদের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি–রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুরকান আহমেদ খলিফা ও যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আখাউড়া স্থলবন্দরের আমদানি–রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দীপ্ত টিভিকে জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী রবিবার (১৬ জুন) থেকে বুধবার (১৯ জুন) পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে দু–দেশের মধ্যে আমদানি–রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২০ জুন) থেকে সকাল থেকে পুনরায় আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর–পূর্ব ভারতের সাতটি রাজ্যে পাথর, ছোট বড় মাছ, প্লাস্ট্রিক সামগ্রী ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি হয়।
এজে/রিফাত আন নাবিল/দীপ্ত সংবাদ