চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছ চাপা পড়ে সাকেনা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। মাত্র কয়েক ঘন্টায় লণ্ডভণ্ড হয়ে যায় ফসলের মাঠ। বিশেষ করে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ফসলী জমি।
বুধবার (১৭ মে) সন্ধ্যায় থেকে বৃহস্পতিবার (১৮ মে) ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৫ মিলিমিটার। এসময় ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১৫ কিলোমিটার বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গায় দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত। তবে, ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ করতে পারেনি কৃষি বিভাগ। ভুট্টা, পানের বরজ, কলা, পেঁপেসহ অন্যান্য মৌসুমি ফসলের বেশি ক্ষতি হয়েছে। ঝড়ে পড়ে গেছে আম ও লিচু। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন কৃষকরা।
জান্নাতুল আওলিয়া/আফ/দীপ্ত নিউজ