শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আওয়ামী লীগ নেতার আধিপত্যের জেরে ঘরবাড়ি ভাংচুর, আটক ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দুই নেতার আধিপত্য বিস্তারের জেরে প্রায় ৩০ টি বাড়িত ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকদের মধ্যে বরিশাট গ্রামে হামলাভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটলে উভয়পক্ষের অন্তত ৩০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৫টার দিকে মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকেরা বরিশাট গ্রামের জামিরুল, ছামিরুল, জাকির, গোলাপ, আলী, ওয়াজেদ, হাসান, মিলনসহ কয়েকজনের বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে এবং ঘর থেকে নগদ টাকা ও আসবাবপত্র, গরু ও ছাগল নিয়ে যায়।

এর কিছুক্ষণের মধ্যেই তারেকের লোকজন একই গ্রামের হারেজ, কোবাদ, রায়হান, আয়নাল, বিল্লাল, সোহেল, মিন্টু, রুবেল, শফিউল্লাহ, ফারুকসহ কিছু বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালিয়ে ঘরের আসবাবপত্র, ফসলাদি নিয়ে যায়।

খরব পেয়ে মাগুরার থেকে অতিরিক্ত পুলিশ, ডিবি ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়। আহতরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার ইনচার্জ কাঞ্চন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

কাশেমুর/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More