আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল পার্শ্ববর্তী সড়কে সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র–জনতা।
শুক্রবার (৯ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা।
সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এই অবরোধে অংশ নেন। অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটর রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে ‘শাহবাগ মোড় অবরোধ‘ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করব।’
শাহবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এসএ