প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি মানুষের কল্যাণ চায় না। তারা (বিএনপি) জনগণকে কিছুই দেয়নি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো দলের তুলনা চলে না। কেউ কেউ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন। এখানে একটা কথা বলতে চাই, ২০০৮ নির্বাচনে বিএনপি ৩০০ সিটের মধ্যে পেয়েছিল মাত্র ৩০টা আসন। আওয়ামী লীগ মহাজোট করেছিল। বিএনপির ছিল ২০ দলীয় জোট। বিএনপি পেল ৩০টি সিট, আর বাকিগুলো আওয়ামী লীগ। তাহলে এই দুই দল এক পর্যায়ে হয় কীভাবে?
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। বিপরীতে বিএনপি মানুষকে কিছু দেয়নি। ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল গঠন করা হয়, সেই দল বিএনপি।
এফএম/দীপ্ত সংবাদ