‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন‘ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, তার দাফন হয়েছে ভারতে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এই সংগঠনকে নিষিদ্ধের মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চায়।
শনিবার (৩ মে) দুপুরে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ ইসলাম–বিরোধী শক্তি। তারা বায়তুল মোকাররমে আমাদের দাঁড়ি–টুপিধারীদের নির্যাতন করেছে। ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এ বাকশাল দিয়ে ৩০ হাজার জাসদ–কর্মীকে হত্যা করে বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। তাদের লুটপাটের কারণে ৭৪ সালে দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ মারা গেছে।”
এনসিপি এ নেতা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস কিছুদিন আগে বলেছেন— আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আ. লীগের। ড. মুহাম্মদ ইউনূস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি।
আ. লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করে হাসনাত বলেন, দ্বিতীয় স্বাধীনতার ৮ মাস পরে যে সব দাবিতে আজ আমরা জমায়েত হয়েছি, সেটা আমাদের জন্য গর্বের কিছু নয়, বরং এটি লজ্জার। ৫ আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে, শেখ হাসিনার পুনর্বাসনের প্রতি বাংলাদেশের মানুষ ‘রেড কার্ড‘ দেখিয়েছে। আমার ভাই শহীদ আবরার ও আবু সাঈদের রক্তের ওপর পাড়া দিয়ে এই ভূখণ্ডে আ. লীগের আর পুনর্বাসন হবে না।
এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আ. লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং নারী বিষয়ক সংস্কার কমিশনে ‘ইসলামবিরোধী‘ ধারাগুলো বাতিলের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।
হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজত কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব প্রমুখ।
এসএ