পটুয়াখালীতে আওয়ামীলীগ–বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪৫০ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা হয়েছে।
রবিবার ( ২১ মে ) সকালে জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দিন ও ছাত্রলীগের সহ–সম্পাদক রায়হান বাদী হয়ে সদর থাানায় এ মামলা দুটি দায়ের করেন। রায়হানের মামলায় সদর শ্রমিক দলের সভাপতি মনির মুন্সীকে ও নাসির উদ্দিনের মামলায় জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে প্রধান আসামী করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গতকাল তিতাস মোড়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এসময় আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ,রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, গতকালের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটিতেই হামলার অভিযোগ তুলেছে বাদী পক্ষ।
আল/দীপ্ত সংবাদ