আইসিসি‘র সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি–টোয়েন্টি সংস্করণে নেই বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো র্যাঙ্কিংয়ের ধারাবাহিকতা ছিলো সাকিবেরও। আলাদাভাবে ব্যাটিং, বোলিংয়ে যে ক্রিকেটারই থাকুক, সপ্তাহ শেষে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষেই থাকতেন সাকিব। যদিও এখন এসব অতীত।
ভারতে বসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সাকিব, গেলো অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে, সাকিব শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার।
টেস্ট র্যাঙ্কিংয়ে সাকিবের নাম আছে তিন নম্বরে। শীর্ষে দুই ভারতীয় রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।
আল/ দীপ্ত