ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো আইসিইউতে আছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় তার ছোট ভাই শাকরিন সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন।
শাকরিন সিদ্দিক জানান, দুপুর সোয়া দুইটার দিকে আরেফিন সিদ্দিক গ্রিনরোডে যান ব্যাংক থেকে টাকা তুলতে। সেখান থেকে তিনি ঢাকা ক্লাবে যান। ক্লাবের বেকারিতে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে গেলে হঠাৎ সেখানেই মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গেই আরেফিন সিদ্দিকে বারডেম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বয়স প্রায় ৭২ বছর। তিনি ২০০৯–২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ভিসি হিসেবে দায়িত্ব পালন শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। তিনি ২০২০ সালে অবসরে যান ।
ইএ/দীপ্ত সংবাদ