নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘সাংবাদিক ভাইয়েরা আমাকে প্রশ্ন করে আপনাদের নৌকা মার্কার একজন মেয়রের কাছে পরিচ্ছন্ন কর্মীরা গিয়েছিল। তাদের বলা হল ভাত খাইতে ভাত পাস না ফোন কিনস কই থেকা’।
‘এটার উত্তর আমি দেব না আমি উত্তর দেই, আমি বিশ্বাস করি বাংলাদেশে কোথাও কেউ ভাত না খেয়ে নেই শেখ হাসিনার আমলে। ইনকাম ট্যাক্সের ফাইলে টাকা নেই এত বাড়ি কোথা থেকে হল সেই প্রশ্ন কে করবে। আমরা জানি আমরা নৌকার জন্য ভোট চেয়েছিলাম। আমি নারায়ণগঞ্জের একজন সামান্য কর্মী। আমরা বঙ্গবন্ধুকে চিনেছি তার আদর্শকে চিনেছি। তুই তুকারি আল্লাহ পছন্দ করে না। আমাদের প্রশ্নবিদ্ধ করবেন না। যাদের বলা হয়েছে চাকরি খেয়ে দিবো, আমি তাদের সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি।’
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীণবরন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, পুলিশকে গালি দেন যারা তাদের পুলিশের পাহাড়ায় থাকতে হয়। আমাদের ওসামানীয় সম্রাজ্য বলা হয়। আমার দাদা এমপি ছিল, বাবা এমপি ছিল। আমরা তিন ভাই এমপি হয়েছি। আমরা সম্রাজ্য কায়েম করেছি সত্যি। তা দেবোত্তর সম্পত্তি কিংবা কারো জমি দখল করে করিনি। মানুষের মনে জায়গা করে সম্রাজ্য গড়েছি।
আল/দীপ্ত