১২৫
একদিন পিছিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ। আসর শুরুর দিনে পরিবর্তন আসলেও উদ্বোধনী ম্যাচের দল ও ভেন্যু একই থাকছে।
বিসিসিআই জানায়, ২১ মার্চের পরিবর্তে ২২ তারিখ খেলা শুরু হবে। ফাইনাল হবে ২৫ মে। গত বছরের শেষ দিকে আইপিএলের নিলাম হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলো ছয়শো ৩৯ দশমিক এক–পাঁচ কোটি রুপি খরচ করে। যেখানে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে ঋষব পান্তকে কিনেছে লক্ষ্ণৌ। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড।