ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১৯ মার্চ) চেন্নাইয়ের পথে উড়াল দিয়েছেন তিনি।
মুস্তাফিজের আইপিএল যাত্রা শুরু হয়েছিলো সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে; এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লিতে খেলেছিলেন। এ বছর খেলবেন চেন্নাই সুপার কিংসে।
গতকালই বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন মুস্তাফিজ। বোলিংটাও খুব একটা খারাপ করেননি। ৯ ওভার বল করে পেয়েছেন দুই উইকেট।
নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ফিজ নিজেই। লিখেছেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।’
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশের এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। এবারেও বেস প্রাইজ দুই কোটি টাকাতেই তাকে দলে টেনেছিল মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিং–এর দল। মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই শিবির। আজ সেখানে যোগ দিতে পারেন তিনি।
এজে / আল/ দীপ্ত সংবাদ