কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–এর মাধ্য উদ্বোধনী ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে আইপিএল অষ্টাদশ আসর।
শনিবার (২২ মার্চ) রাত আটটায় শুরু হবে ম্যাচ। এর আগে, কলকাতা ইডেন গার্ডেনে সন্ধ্যা ৬টায় রয়েছে জমকালো আয়োজন। তারকাদের মেলায় রঙ্গিন হয়ে উঠবে সন্ধ্যাটি।
আইপিএল ১৮তম আসরের উদ্ধোধনী অনুষ্ঠান রাঙ্গাতে বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান‘সহ একঝাঁক অভিনয় শিল্পীর পারফরমেন্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
উদ্বোধনী ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই শাহরুখ খান তার দল ‘কেকেআর সমর্থনে উপস্থিত থাকবেন। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালকের গুরু দায়িত্বেও থাকতে পারেন তিনি।
অন্যদিকে, সালমান খান উপস্থিত হবেন তার সিনেমা ‘সিকান্দার‘ প্রচার চালাতে। এ ছাড়া ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, আয়ুশমান খুরানা, সারা আলি খানও উপস্থিত থাকার কথা রয়েছে। থাকতে পারেনর প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর ও সঞ্জয় দত্ত।
যুক্তরাষ্ট্রের পপ ব্যান্ড ‘ওয়ান রিপাবলিক‘ পারফর্ম করার কথা রয়েছে ইডেন গার্ডেনে। করণ অউজলা ও দিশা পাটানীর সাথে পারফর্ম করবে ব্যান্ডটি। এছাড়া, আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে কন্ঠের জাদুতে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল।
আইপিএল ১৮তম আসরের দলগুলো হলো– গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ হবে ১৩টি ভেন্যুতে। ২৫ মে কলকাতা, ইডেন গার্ডেনে হবে আইপিএল ২০২৫– এর গ্র্যান্ড ফাইনাল।
ইশান হাসান/এসএ