আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ভারত–বাংলাদেশের সম্পর্ক বেশ উত্তপ্ত। দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই আইপিএল ২০২৬–এর মিনি নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ৯.২০ কোটি টাকায় দলে ভেড়ায়। এবারের নিলামে মুস্তাফিজ একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি দল পেয়েছেন।
নিলামের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় বয়ে গেছে। অনেক ভারতীয় ক্রিকেট ভক্ত এবং কিছু ধর্মীয় নেতার দাবি, মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া ঠিক নয়। কেকেআরের বিরুদ্ধে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। এমনকি কিছু ধর্মীয় নেতা ম্যাচের পিচে হামলার হুমকিও দিয়েছেন। এই নিয়ে দলের মালিক শাহরুখ খানকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।
তবে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। এক উচ্চপদস্থ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, আমরা বিষয়টি সংবেদনশীল হিসেবে বুঝি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশনা আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। তাই মোস্তাফিজ আইপিএলে খেলবেন।
মোস্তাফিজ আইপিএলে এখনও পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন, গড় ২৮.৪৫ এবং ইকোনমি ৮.১৩। বিশেষ করে ডেথ ওভারে তার স্লোয়ার–কাটার বিপক্ষ ব্যাটসম্যানদের জন্য বড় আতঙ্ক। কেকেআরের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করে, দলটি চতুর্থবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছে।