স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য অঞ্চলে আইন–শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবেনা। ভবিষ্যতে পাহাড়ে আইন–শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে।
রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনাসহ বিদ্যমান পরিস্থিতি নিয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিয়নের প্রান্তিক হলরুমে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে আইন–শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবেনা; যারা আইন–শৃঙ্খলার অবনতি ঘটাবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এখানে যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চট্টগ্রাম ২৪ পদাতিক জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল/ দীপ্ত সংবাদ