বাংলাদেশ পুলিশের বিশেষ সম্মাননা স্মারক ‘আইজি ব্যাজ‘ পেলেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার মোঃ ঈসা ফয়সাল।
বৃহস্পতিবার (১ মে) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম তার হাতে এই ব্যাজ তুলে দেন।
২০১৮ সালে ‘কনস্টেবল‘ পদে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন ঈসা ফয়সাল। এরপর থেকেই বাংলাদেশ পুলিশ ফুটবল দলে নিয়মিত খেলছেন।
আইজি ব্যাজ পাওয়ার পর উচ্ছ্বসিত ঈসা বলেন, আমি এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি। সেবা, বিশেষ কীর্তি ও রাষ্ট্রীয় অবদানের জন্য এই ব্যাজ দেওয়া হয়। জাতীয় ফুটবল দলে খেলার মাধ্যমে আমি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।
ঈসা আরও বলেন, পুলিশ আমার পেশা, আর জাতীয় ফুটবলার হওয়া আমার গৌরব। দুই পরিচয়ে দেশকে সেবা দিতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
‘পুলিশ সপ্তাহ‘ উপলক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা ও নারী দলের সহকারী কোচ মাহমুদা আক্তার, রাজারবাগ পুলিশ লাইনে আমন্ত্রিত ছিলেন। বাংলাদেশ পুলিশ তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফুটবল দলে বর্তমানে ১৫ জন খেলোয়াড় রয়েছেন। এ ছাড়া বিদেশিসহ আরও প্রায় ২০ জন ফুটবলার ক্লাব চুক্তির আওতায় খেলেন।
ইএ/এসএ