বিজ্ঞাপন
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

‘আইএলএ’ তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সম্প্রতি ২০২৫ সালের গ্লোবাল ৩০ আন্ডার ৩০ তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল লিটারেসি অ্যাসোসিয়েশন (ILA)

শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখার জন্য ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন।

ILA ৩০ আন্ডার ৩০ প্রোগ্রাম এমন ব্যক্তিদের স্বীকৃতি দেয় যারা শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈপ্লবিক ভূমিকা রাখছেন। ১৩টি দেশের মধ্য থেকে প্রায় ৩০ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার সদস্যরা শিক্ষা খাতে বিশেষ পরিবর্তন আনতে কাজ করছেন এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।

মুহাম্মদ জহিরুল ইসলাম কর্তৃক পরিচালিত ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন (IGF) ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। যা একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা শিক্ষা, দারিদ্র্য বিমোচন, দূর্যোগ মোকাবেলা এবং পরিবেশ রক্ষায় কাজ করছে।

প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে টেকসই আয়ের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ ও সম্পদ দিচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দূর্যোগকালীন সময়ে সাড়াদান ইত্যাদি কর্মকান্ড করে থাকে।

IGF এবং এর প্রতিষ্ঠাতা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলোডায়ানা অ্যাওয়ার্ড, দ্য হিরো অ্যাওয়ার্ড, জাতিসংঘ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী গ্রুপ পুরস্কার এবং VSO বেস্ট ভলান্টিয়ার গ্রুপ অ্যাওয়ার্ড।

এই সম্মাননা শুধু সংগঠনের নয়, বরং বাংলাদেশের জন্যও একটি বড় অর্জন। আইএলএএর এই স্বীকৃতি IGF-এর কর্মসূচিগুলোর গুরুত্বকে আরও একধাপ এগিয়ে নেবে এবং ভবিষ্যতে নতুন উদ্যোগে অনুপ্রেরণা যোগাবে।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More