বগুড়ায় সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভল্ট থেকে ২৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো একসময় মাটিডালি এলাকার ব্যাংকটির উপশাখায় এ লুটের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্যাংকটিতে কোন নিরাপত্তা কর্মী ছিলো না।
উপশাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যান। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে, চুরির বিষয়টি নজরে আসে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যেকোনো সময় চোরের দল ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে ভবনে ঢুকে। এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে টাকা নিয়ে আবারও সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, চুরির ঘটনায় জড়িতদের সনাক্তের কাজ শুরু হয়েছে।