এজবাস্টনে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (২০ জুন) টেস্টের ৫ম দিনের শেষ সেশনে গড়ায় খেলা। দুই দলের জন্য সম্মানজনক এই সিরিজের প্রতি মূহুর্তেই বরাবরের মতো ছিল টান টান উত্তেজনা। ইংল্যান্ডের দেয়া ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর, মিডল ওর্ডারদের ব্যর্থতায় হারের শঙ্কা জাগে অস্ট্রেলিয়া দলের। তবে শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্সের করা ৪৪ রান ও নাথান লায়নের ১৬ রানে ভর করে জয়ের দেখা পায় অজিরা।
বেন স্টোকসের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ২২৭ রানে ৮ উইকেট তুলে নিয়ে জয়ের খুব কাছেই ছিল ইংলিশরা। স্টুয়ার্ড ব্রড তুলে নেন ৩ টি উইকেট। তবে অজি অধিনায়ক কামিন্স তার সঙ্গী স্পিনার নাথান লায়নকে নিয়ে গুরুত্বপূর্ন সময়ে চাপ সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছান। ৪টি চার ও ২ ছক্কায় ৭৩ বলে করেন ৪৪ রান এই পেসার।
এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি তুলে নেন অজি ওপেনার উসমান খাজা। তাই ম্যাচসেরা হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১–০ তে এগিয়ে গেলো অজিরা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২৮ জুন থেকে লর্ডসে।
ইমাম/দীপ্ত নিউজ