বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

অ্যালামনাইয়ে কেন মন্ত্রীকে প্রধান অতিথি করতে হবে: কাদের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে দলমতনির্বিশেষে সবাইকে আমন্ত্রণ না জানানোতে আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অ্যালামনাই যদি করতে চান তাহলে এটাকে ননপলিটিক্যাল চরিত্র দিতে হবে। এসব প্রগ্রামকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

সব জায়গায় রাজনীতি করাটা উচিত মনে করেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার কথা হচ্ছে, ‘অ্যালামনাইয়ে মন্ত্রীকে এনেই প্রধান অতিথি করতে হবে কেন, এ ধরনের বিষয়ের সঙ্গে আমি মোটেও একমত না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত অনুষ্ঠানএটা আমাদের অ্যালামনাইয়ের চরিত্র হওয়া উচিত নয়। এটা বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। অমুক মন্ত্রীকে এনে প্রধান অতিথি করতে হবে এর সঙ্গে আমি একদম একমত নই।

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, এখন আমি মুহসীন হলের প্রাক্তন আবাসিক ছাত্র হিসেবে আসব। আমরা আড্ডা দেব, একসঙ্গে খাব, পুরনো দিনের স্মৃতিচারণা করব। হাসিখুশি সময়টা কাটাব। এটি কোনো পলিটিক্যাল জায়গা নয়। পরবর্তী সময়ে যেন রাজনীতির বাইরে থেকে এ ধরনের আয়োজন করা হয়। আগামী বছর যেন এ প্রগ্রাম ননপলিটিক্যাল হয় বলেও জানান তিনি।

 

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More