সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট রাঙালো ইংল্যান্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের বিদায়কে জয় দিয়ে রাঙালো ইংল্যান্ড। লর্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। এই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন অ্যান্ডারসন।

লর্ডস টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন অ্যান্ডারসন। আর দ্বিতীয় দিন শেষে গতকালই জয়ের মঞ্চও তৈরি করে ফেলেছিলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১২১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৭১ রান করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৭৯ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ইনিংস হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে ১৭১ রান দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের।

তৃতীয় দিন মাত্র ৭৩ বল খেলে দলীয় ১৩৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দিনের ১৪তম বলে ইংল্যান্ডকে প্রথম উইকেট উপহার দেন অ্যান্ডারসন। জশুয়া ডা সিলভাকে ৯ রানে আউট করেন অ্যান্ডারসন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাকী ৩ উইকেট শিকার করেন নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানে ৭ উইকেট নেওয়া গাস অ্যাটকিনসন। এই ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নেন তিনি। অভিষেক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০৬ রানে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অ্যাটকিনসন।

বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ২৬ রানে ১ ও দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৩ উইকেট নেন অ্যান্ডারসন। এ ম্যাচ দিয়ে ২২ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি ঘটলো অ্যান্ডারসনের। ১৮৮ টেস্টে ২৬ দশমিক ৪৫ গড়ে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে ২শ’র বেশি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ উইকেট এবং ১৯টি টিটোয়েন্টিতে ১৮ উইকেট শিকার করেছেন এই ডানহাাতি পেসার।

/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More