রাজধানীর বিভিন্ন সড়কে দাবি–দাওয়া বা প্রতিবাদের নামে অহেতুক রাস্তা অবরোধের ঘটনা বাড়ছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এ অবস্থায় সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অকারণে রাস্তা অবরোধের কারণে স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত।
এতে আরও বলা হয়, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছে। তথাপি, কারণে–অকারণে রাস্তা অবরোধ করলে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে যেকোনো ধরনের অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবুর রহমান।