রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ। রবিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, হামলায় অংশ নেওয়া অন্তত দুজন বন্দুকধারীর মধ্যে একজন নিহত হয়েছেন।

ঘটনার সময় ইহুদি ধর্মাবলম্বীরা হানুক্কা উৎসবের প্রথম প্রদীপ জ্বালাতে সৈকতে সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে ছিল শুধু রক্ত আর রক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে সৈকতে ও পার্কে থাকা মানুষজন দিগ্বিদিগ জ্ঞানশূন্য হয়ে ছুটছেন। একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে বড় কোনো অস্ত্র দিয়ে গুলি করতে দেখা যায়। পরে সাদা টিশার্ট পরা এক ব্যক্তি তাকে জাপটে ধরে অস্ত্র কেড়ে নেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ দুজন ব্যক্তিকে মাটিতে চেপে ধরেছে এবং একজনকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে মর্মান্তিক ও পীড়াদায়ক উল্লেখ করে বলেছেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং জীবন বাঁচাতে কাজ করছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, হানুক্কা উদযাপন করতে যাওয়া ইহুদিরা জঘন্য সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘গত দুই বছর ধরে অস্ট্রেলিয়ার রাস্তায় যে ইহুদিবিদ্বেষী অরাজকতা চলছে, এটি তারই ফলাফল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More