অস্ট্রেলিয়ান ওপেনের, দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়লেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ান রাফায়েল নাদাল। যুক্তরাষ্ট্রের ম্যাকেনজি ম্যাকডোনাল্ডের কাছে ৬-৪, ৬-৪, ৭-৫ সেটে হেরে বিদায় নিলেন স্প্যানিশ এই তারকা।
ক্যারিয়ারের সেরা জয় পেয়ে নীরব ছিলেন ম্যাকডোনাল্ড। কারণ আকাশি কোর্টের অন্যপাশে চোটের সাথে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে হার মেনে, আসর থেকে বিদায় নিয়েছেন শীর্ষবাছাই নাদাল। ২০০৯ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই স্প্যানিশ তারকা। সবশেষ ২০২২ এর শিরোপা ঘরে তুলে এবছরও টুর্নামেন্ট শুরু করেছেন ফেবারিট হিসেবেই। এর আগে, ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনের পর এবারই এত দ্রুত বিদায় নিলেন নাদাল।
প্রথম সেট থেকেই হিমশিম খাচ্ছিলেন। দ্বিতীয় সেটে কোমর আর নিতম্বের মাংসপেশির টানের মেডিক্যাল টাইম আউটও নেন ২২টি গ্র্যান্ডস্ল্যামজয়ী নাদাল। হয়তোবা তখনই তার সহধর্মিণী বুঝতে পেরেছিলেন কতটা গাঢ় ছিলো তার এই ইনজুরি। দর্শকসারিতে বসে চোখের পানি মুছতে দেখা যায় তিনিসহ নাদালের অন্য শুভাকাঙ্খীদের।
তৃতীয় সেটে মাঠে নেমে লড়াই চালিয়ে যান নাদাল। একসময় পিছনে ফেলেন রেংকিংয়ের ৬৫তে থাকা ম্যাকেনজিকে। তবে শেষ রক্ষা হয়নি। সরাসরি সেটে পরাজিত হয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নেন রাফায়েল নাদাল।