পারফর্ম্যান্সের আগেই ছিল চমক। সেই চমকের নাম দীপিকা পাড়ুকোন। ‘নাটু নাটু’ গানের পারফর্ম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানালেন দীপিকা। কালো গাউনে অস্কারের মঞ্চে অপরূপা এই অভিনেত্রী।
সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে অস্কারের জমকালো অনুষ্ঠান।
সেখানে জড়ো হয়েছেন হলিউডসহ বিশ্বের বিনোদন জগতের নামি–দামি সব তারকা। অধিকাংশ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়ে গেছে। ঘোষিত হয়েছে সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেতা–অভিনেত্রীসহ গুরুত্বপূর্ণ সব পুরস্কার।
অস্কারে মনোনীত হওয়া এ প্রথম ভারতীয় গান হওয়ার নিজের অভিব্যক্তি প্রকাশ করেন দীপিকা। মঞ্চে গানটির অনেক প্রশংসাও করেন দীপিকা। এদিকে অস্কারজয়ী এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়েছেন মিশেল। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অফিশিয়াল টুইটারে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো জিতে নিয়েছেন ৯৫তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যা দেন এ অভিনেত্রী।
এর বাইরে, এবারের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন অভিনেতা কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান কুয়ান।
যূথী/দীপ্ত সংবাদ