দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনীতিতে নাম লেখানো সাকিব আল হাসান প্রথমবারেই সংসদ সদস্য হওয়ার পথে আছেন। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ধারেকাছেও নেই সাকিবের।
রবিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনার কাজ। সকালেই দারিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাকিব। এরপর সারাদিন নির্বাচন নিয়েই ব্যস্ত সময় পার করেছেন তিনি।
তবে গত কিছুদিনের টানা ধকলে ক্লান্ত সাকিব। আজ সন্ধ্যা থেকেই কিছুটা অসুস্থতা বোধ করছেন বলে জানা গেছে। এই মুহূর্তে ভোট গণনা চললেও তাই তিনি নিজবাসায় বিশ্রাম নিচ্ছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকা অবস্থাতেই রাজনীতিতে নাম লিখিয়েছেন সাকিব। প্রথমবারের মতো করছেন সংসদ নির্বাচন। খেলার মাঠের তুমুল জনপ্রিয়তা নির্বাচনে কাজে লাগাতে চান তিনি। জনপ্রতিনিধি হয়ে এলাকা ও ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।
এখন পর্যন্ত মাগুরা–১ আসন থেকে আসা ৫৮টি কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন সাকিব। এই ৫৮ কেন্দ্রে সাকিব পেয়েছেন ৬৫ হাজার ১৮৮ ভোট। সাকিবের নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় মাত্র ১৯৪৮টি ভোট পেয়েছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
এসএ/দীপ্ত নিউজ