মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

অসুস্থতা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : সাবিনা ইয়াসমিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অসুস্থতার জন্য বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন দেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমেও নানা বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারিত হচ্ছে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে সাবিনা ইয়াসমিনেরও।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেসরকারি একটি টিভি চ্যানেলকে অডিও বার্তায় সিঙ্গাপুরে নিজের চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত জানান এই কিংবদন্তী। সেই সঙ্গে সবাইকে অনুরোধ জানান, তার চিকিৎসা নিয়ে যেন কেউ বিভ্রান্তি না ছড়ান।

আরও পড়ুন: আমার একটা তুমি আছো’ কাকে বললেন পরীমণি

সাবিনা ইয়াসমিন বলেন, আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।


অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী বলেন
, ডাক্তারের সঙ্গে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে। ততোদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More