স্বপ্নের মতো এক সময় কাটাচ্ছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে তার হাত ধরে। তারই ফলে এবার রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর মালিক হলেন এলএমটেন।
অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেটি এলো প্যারিস থেকে। ব্যালন ডি‘অরের রেসে মেসি পেছনে ফেলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।
বিশ্বকাপে দূর্দান্ত পারফরমেন্স আর আর্জেন্টিনাকে তিন যুগ পর সোনালী ট্রফির মুখ দেখিয়ে দেয়ার স্বীকৃতি পেলেন মেসি। ডেভিড বেকহ্যামের হাত থেকে গ্রহণ করেন শ্রেষ্ঠত্বের মুকুট।
ব্যালন ডি‘অর রেসে মেসির মূল প্রতিদ্বন্দ্বী হলেও শেষ পর্যন্ত সেরা স্ট্রাইকারের খেতাব পেয়ে খুশি থাকতে হয় আর্লিং হলান্ডকে।
নারী ফুটবলে প্রথম বারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতি।
সেরা গোলরক্ষকের লেভ ইয়াসিন পুরস্কার পেয়েছেন মেসির সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। বাবার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
দাতব্য কাজে সম্পৃক্ততার স্বীকৃতি স্বরুপ সক্রেটিস আওয়ার্ড জিতেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।
সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম।
এসএ/দীপ্ত নিউজ