অলিম্পিক গেমসের অন্যতম আকর্ষণ সাঁতার। বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি প্যারিস সময় সকাল সোয়া এগারোটায় ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টের দ্বিতীয় হিটে নেমেছেন পুলে।
১০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম হিটে প্রথম হয়েছেন ৫৩.৮৫ টাইমিংয়ে। রাফির অংশ নেওয়া দ্বিতীয় হিটে অবশ্য যিনি প্রথম হয়েছেন তার টাইমিং ৫২.২২।
দ্বিতীয় হিটে ছয় নম্বর লেনে সাতরানো বাংলাদেশি অ্যাথলেট রাফি ৫৩.১০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন। এই ইভেন্টে দশ হিটে ৭৯ জন সাঁতারু অংশ নেন। বাংলাদেশির রাফির অবস্থান ৬৯তম। সব হিট মিলিয়ে সেমিফাইনালে উঠেছেন সেরা ১৬ টাইমিংধারী।
হিটে প্রথম হওয়া আমেরিকান সাঁতারু অ্যালেক্স জে’র টাইমিং ৪৭.৫৭ সেকেন্ড আর হিটে ১৬তম হয়ে সর্বশেষ কোয়ালিফাই করা দক্ষিণ কোরিয়ার সাঁতারু হোয়াংয়ের টাইমিং ৪৮.৪১ সেকেন্ড।
উল্লেখ্য, সামিউল ইসলাম রাফি মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু। বিশ্ব সাঁতার সংস্থা তাকে প্যারিস অলিম্পিকে ফ্রি স্টাইলে ওয়াইল্ড কার্ড দিয়েছেন।
মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ