নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে অর্থমন্ত্রীর ধানমন্ডির বাসায় ফুলেল শুভেচ্ছা জানান আরডিজেএ এর নেতৃবৃন্দ।
এসময় মন্ত্রী রংপুর বিভাগের বিভিন্ন উন্নয়ন, আগামীর পরিকল্পনা ও নানা চিন্তা ভাবনা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়ন নিয়েও ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তার রাজনৈতিক জীবনে নানা অভিজ্ঞতার গল্পও তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।
অর্থমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতকালে আরডিজেএ এর নেতৃবৃন্দ রংপুর অঞ্চলের বিভিন্ন উন্নয়নে সরকারকে আরও মনোযোগী হওয়ার জন্য মন্ত্রীর মাধ্যমে অনুরোধ করেন এবং রংপুর, দিনাজপুর, নীলফামারীসহ আটজেলার বিভিন্ন অঞ্চলে শিল্পায়নে আরও উদ্যোগ নেয়ার জন্য তাগাদা দেন।
এসময় আরডিজেএ এর নেতৃবৃন্দের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং তার সরকারের নানা পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। মন্ত্রীর কথায় উপস্থিত নেতৃবৃন্দ বেশ আশ্বস্ত হন এবং আগামীতে আরডিজেএ এর নানা কর্মসূচিতে পাশে পাবেন বলে প্রতিশ্রুতি নেন। মন্ত্রীও রংপুর বিভাগের মানুষের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কাজে তাকে পাশে পাওয়া যাবে বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন আরডিজেএ এর সভাপতি মর্তুজা হায়দার, সাধারণ সম্পাদক ইমরুল কাওসার, সাবেক সভাপতি ও কার্য নির্বাহী সদস্য মোকসুদার রহমান মাকছুদ, সহ–সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম–সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক ও সৈয়দ আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক গোলেনুর খাতুন রুপা, দপ্তর সম্পাদক মোস্তফা ইমরুল কায়েস, কার্য নির্বাহী সদস্য এ কে শামসুজ্জোহা এবং কাদের বাবু।
এসএ/দীপ্ত নিউজ