পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুদ্ধে ভেঙ্গে গেছে সিরিয়ার অর্থনীতি। এমন সময় দেশটির ছোট্ট এক শহর কাফরিয়াহমৌলে চলছে অর্থনৈতিকভাবে ঘুড়ে দাঁড়ানোর লড়াই।
সেখানে ব্যক্তিমালিকানাধীন ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়েছে। যাতে ঘুরছে অর্থনীতির চাকা আর মানুষের ভাগ্য। ইদলিবের একটি রিসাইক্লিং প্ল্যান্টে পুরনো প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন জিনিসপত্র।
বিভিন্নস্থান থেকে পুরনো প্লাস্টিক নিয়ে এসে এ কাজ করছেন শ্রমিকরা। ফলে জঞ্জাল যেমন পরিস্কার হচ্ছে, তেমনি কর্মসংস্থান হচ্ছে বেকারদের।
প্লাস্টিক রিসাইক্লিং সেন্টারের স্বত্তাধিকারী আবৌদ আল–রহমান বলেন, “আমরা মানুষের কাছ থেকে প্লাস্টিক আইটেম ও প্লাস্টিক বর্জ্য কিনি। এগুলো প্রক্রিয়াজাত করা হয় এবং বিভিন্ন ধরণের পণ্য উৎপাদনের জন্য অন্যান্য কারখানায় বিক্রি করা হয়।“
প্লাস্টিক পণ্যের মধ্যে মেঝে ম্যাটের দাহিদা বেশি। এ ম্যাটগুলো কাফরিয়াহমৌলের মানুষ, খুব সখ করে ব্যবহার করে।
ব্যবসায়িরা জানান, সাম্প্রতিক সময়ে ম্যাট তৈরির কারখানা দুইটি থেকে ১১টিতে উন্নিত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ