বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভ্যাট প্রদানে ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয়: এফবিসিসিাই

দীপ্ত নিউজ ডেস্ক
3 minutes read

অটোমেশনের নামে ভ্যাট প্রদানে ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, এফবিসিসিাই। কর ও ভ্যাটের আওতা বাড়ানোর পাশাপাশি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (২২ আগস্ট) ইফডিএমএস উদ্বোধনকালে তারা এসব কথা বলেন।

আয়কর, কাস্টমস ও ভ্যাটএই তিন মাধ্যমে রাজস্ব আদায় করে থাকে জাতীয় রাজস্ব বোর্ডএনবিআর। এরমধ্যে ভ্যাট থেকে মোট রাজস্বের শতকরা ৩৭ ভাগ আদায় করা হয়। ২০১২ সালের ভ্যাট আইন অনুযায়ী অটোমেশন পদ্ধতিতে ভ্যাট আদায়ের কথা থাকলেও, এতদিন তা সম্ভব হয়নি।

মঙ্গলবার, রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে, বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে ইএফডিএমএস উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশের খুচরা পর্যায়ের ব্যবসায়ীরাও স্বচ্ছতার সাথে ভ্যাট প্রধান করতে পারবে বলে জানায়, এনবিআর।

হয়রানিমুক্ত ভ্যাট প্রদানের পরিবেশ তৈরির আহ্বান জানান, ব্যবসায়ী নেতারা। অর্থমন্ত্রী জানান, নতুন এই পদ্ধতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

প্রাথমিক অবস্থায় ঢাকা ও চট্টগ্রামের তিনটি স্থানে তিন লাখ ইএফডিএমএস মেশিন বসানো হবে।

 

 

আল আমিন/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More