শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার বহল বাড়িয়া স্কুলের এসএসসি ১৯৯৯ পুনর্মিলনী

দীপ্ত নিউজ ডেস্ক
2 minutes read

১৯শে জুন দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। রুহুল কে সাগর(মিলন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি
সাবেক প্রধান শিক্ষক মোঃ আনছারুজ্জামান স্যারকে বহালবাড়িয়া মাধ্যমিক ৯৯ ব্যাচ এর পক্ষ থেকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়।
ঈদের তৃতীয় দিন সকাল সকাল সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বহলবাড়িয়া,হাই স্কুলের মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।

সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।

কুষ্টিয়া বহল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়

বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী উদযাপন পরিষদের অন্যতম রুহুল কে সাগর (মিলন) বলেন, ২৫ বছর পর বহলবাড়িয়া স্কুলের ঊনবিংশ শতাব্দীর শেষ ব্যাচ, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ঈদের তৃতীয় দিন ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেছে। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত।

সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়।

রঙিন বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উদ্বোধন করেন বহলবাড়িয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আনছারুজ্জামান । তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

উদ্বোধনের আগে ৯৯ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মিলনমেলায় ছিল, উপহার ব্যাগ প্রদান, শোভাযাত্রা, প্রীতিভোজ প্রভৃতি।

এ ছাড়াও দেশের বিভিন্নভাবে কর্মক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পান
রুহুল কে সাগর(মিলন),
সালমা আক্তার ও
সোহেল রানাকে

এছাড়াও সম্মাননা দেওয়া হয়
৯৯ ব্যাচ এর সকল শিক্ষক বৃন্দকে, বর্তমান প্রধান শিক্ষক ইকবাল হোসেন ডাবলু , অবসরপ্রাপ্ত ওসমান গনি,
অবসরপ্রাপ্ত ইয়াসিন আলী খান,
অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম মানিক , মোহাম্মদ সারোয়ার হোসেন, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ তাজ উদ্দিন, মোহাম্মদ চয়ন উদ্দিন, মোহাম্মদ খাইরুল ইসলাম।

কুষ্টিয়া বহল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে

দিনভর এই অনুষ্ঠানের আয়োজনের প্রধান ভূমিকা পালন করেন ৯৯ ব্যাচ এর
আবু হাসনাত মাহাবুল,
রুহুল কে সাগর (মিলন),
মহিদুল ইসলাম সবুজ,
জিয়াউর রহমান,
আখতারুজ্জামান রনি,
বুলবুল আহমেদ,
কামাল উদ্দিন,
নূর-ই আকবর সহ আরো অনেকে।
এছাড়া বালিশ খেলা, চেয়ার খেলা খেলা, হাড়ি ভাঙা খেলা সহ বিভিন্ন শিল্পী দের পরিবেশনায়
সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সমাপ্তি হয়।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More