অর্থনীতিবিদ ও জনতা ব্যাংক সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত‘কে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টায় রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি যুগ্ম–কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাঁর বিরুদ্ধে একটি মামলা আছে। এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আ. লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জনতা ব্যাংক চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান আবুল বারকাত।
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন আবুল বারকাত।এছাড়া তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি ছিলেন।
এসএ