গণতান্ত্রিক লড়াইয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অতন্দ্র প্রহরীর মতো অবিচল থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির বিশাল সমাবেশে তিনি বলেন, অযোগ্যদের হাতে দেশ পড়লে, সব উন্নয়ন–অগ্রগতি থেমে যাবে।
শুক্রবার ( ১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মরণে ছাত্রলীগের সমাবেশে বৃষ্টির হানা দমাতে পারেনি তারুণ্যের উচ্ছ্বাস। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান দুপুরেই কানায় কানায় পূর্ণ।
৬৪ জেলার ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগানে–স্লোগানে মুখরিত হয় ঐতিহাসিক এই স্থান। সবার কন্ঠে একই সুর– ”স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আরেকবার দরকার, শেখ হাসিনার সরকার”।
বিকেল পৌনে চারটায় সমাবেশস্থলে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীতে শুরু হয় আনুষ্ঠানিকতা। ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতিকে স্মারক উপহার দেয়া হয়।
প্রধান অতিথি শেখ হাসিনা বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তাদের লক্ষ্যে বাংলাদেশকে ধ্বংস করা।
সরকারের বিরুদ্ধে দেশ–বিদেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে, প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন– যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
সরকারপ্রধান আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অপপ্রচার চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় তিনি ছাত্রলীগ নেতাকর্মীদেরকে সজাগ থাকার পরামর্শ দেন। উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায়, ছাত্রলীগকে কাজ করার আহ্বানও জানান তিনি।
সমাবেশে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রের পক্ষে লড়াই চালানোর শপথ নেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসএ/দীপ্ত নিউজ