উয়েফা সুপার কাপে ইউরোপা লিগে আটালান্টাকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে সর্বোচ্চ ছয়বার এই প্রতিযোগিতার জয়ের রেকর্ড গড়লো তারা।
এই ম্যাচেই লস ব্ল্যাঙ্কোদের হয়ে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে গোল করে নিজের নতুন অধ্যায় রাঙিয়ে রাখলেন এই স্ট্রাইকার।
পোল্যান্ডের ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে, গোলশূন্য প্রথমার্ধ শেষে হয় দুই গোল। ৫৯ মিনিটে ফেডরিকো ভালভার্দের পর ম্যাচের ৬৮ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করে নিজের নতুন অধ্যায় রাঙিয়ে রাখলেন এই ফরাসি তারকা।
আগামী রবিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগা‘র ২০২৪/২৫ মৌসুম শুরু করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আল/ দীপ্ত সংবাদ