৪৭
১১২ রানে পড়ে গিয়েছিল ৬ উইকেট। ইনিংস হার এড়াতে তখনও দরকার ৯০ রান। সেই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে দুর্দান্ত এক জুটি গড়লেন মেহেদী হাসান মিরাজ আর অভিষিক্ত জাকের আলী।
দ্রুত ৩ উইকেট হারালেও প্রথম ঘন্টার ধাক্কা সামাল দেয়ার চেষ্টায় লড়তে থাকেন জাকের আলি ও মিরাজ।
হাফ সেঞ্চুরির দেখা পান জাকের। ১০২ বলে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।
হাফ সেঞ্চুরির একটু পরই মহারাজের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন জাকের। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। মহারাজের লেংথ ডেলিভারিটি জাকেরের লেগ স্টাম্প তাক করে প্যাডে আঘাত করে। ফেরার আগে ১১১ বলে ৫৮ রান করেন জাকের।
আল/ দীপ্ত সংবাদ