বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন আজ। জীবনের ৩৩ বসন্ত পেরিয়ে ৩৪ পা রাখলেন তিনি।
১৯৯০ সালের আজকের এই দিনেই ঢাকায় জন্মগ্রহণ করেন সিয়াম। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। বাবা–মায়ের একমাত্র সন্তান তিনি। যুক্তরাজ্যে নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন সিয়াম।
২০১৩ সালে এয়ারটেল বাংলাদেশ টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে মিডিয়ার আগমন ঘটে তার।
২০১৪ সালে রোমান্টিক নাটক ‘ভালোবাসা ১০১’ দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় তার। প্রথম নাটকেই বাজিমাত করেন তিনি।
চলচ্চিত্রে সিনেমায় আগমন ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে।
২০১৭ সালে ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয়। ‘পোড়ামন–২’ সিনেমাটি পরিচালনা করেন রায়হান রাফী। এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেন পূজা চেরি। পর্দায় সুজন চরিত্রে সিয়ামকে লুফে নিয়েছিল বাংলার দর্শক।
তারপর থেকে তার অভিনীত সব কয়েকটি ছবি এখন পর্যন্ত ব্যবসা সফল হয়েছে। তার মুক্তি পাওয়া ছবির মধ্যে রয়েছে, দহন (২০১৮), ফাগুন হাওয়ায় (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), অপারেশন সুন্দরবন, শান, পুনর্মিলনেসহ অনেকগুলো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।
অ্যাকশন ও রোমান্টিক– সিনেমার মাঠে দুই ফরম্যাটেই দর্শকপ্রিয় সিয়াম।
তিনবার মেরিল–প্রথম আলো পুরস্কারসহ সানসিল্ক আরটিভি স্টার অ্যাওয়ার্ড, বাচসাস পুরস্কার, ভারত–বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে সিয়ামের ঝুলিতে।
সিয়ামের পথচলায় বাবা নাসির উদ্দিন আহমেদ তার বড় অনুপ্রেরণা। বাবা–মায়ের একমাত্র সন্তান সিয়াম বিবাহিত জীবনে পা রাখেন ২০১৮ সালে। তার স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। দাম্পত্য জীবনের অর্ধযুগ পার করেছে এ দম্পতি। তাদের একমাত্র সন্তান জোরাইজ আহমেদ জায়ানকে নিয়ে বেশ সুখেই দিন পারছেন তারা।
এসএ/দীপ্ত সংবাদ