মারা গেছেন ভারতীয় অভিনেতা মুকুল দেব। তার বয়স হয়েছিল ৫৪ বছর। শুক্রবার (২৪ মে) গভীর রাতে তিনি দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুকুল দেব বেশ কিছু দিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মুকুলের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। মুকুলের মৃত্যুর খবর ছড়াতেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকে জানানো হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা– সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’–এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক–সমালোচকদের।
হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে।
একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য।
আল