‘মহাভারত’–এর কর্ণ চরিত্রে অভিনয় করা ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। মরণব্যাধি ক্যানসার আক্রান্ত ছিলেন এ অভিনেতা।
বুধবার (১৫ আগস্ট) মুম্বাই–এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
পঙ্কজ ধীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’।
মাস কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ। শারীরিক অবস্থার অবনতি হয় এবং অস্ত্রোপচারও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
পরিবার সূত্রে জানা যায়, আজ বিকাল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় ৫টা) মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে তার।
দীর্ঘ সময়ের ক্যারিয়ারে পঙ্কজ ধীর হিন্দি সিরিয়াল ও ওয়েবে সিরিজে অভিনয় করেছেন। দুটি সিনেমাও পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ইত্যাদি। ২০২৪ সালে ‘ধ্রুবতারা’ নামে একটি সিরিয়ালে সর্বশেষ দেখা গিয়েছিল এ অভিনেতাকে।
এসএ